দূষণবিরোধী অভিযানে প্রায় ৯ কোটি টাকা জরিমানা, ১৭৩ ইটভাটা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

দূষণবিরোধী অভিযানে ২৯ দিনে সারা দেশে ৮ কোটি ৯৫ লাখ ৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তর ২ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি এসব অভিযান চালায়।

এই সময়ে মোট ২৮৭টি মোবাইল কোর্টের অভিযানে ৬৮৬টি মামলায় এসব জরিমানা আদায় করা হয়। এছাড়াও ১০৭টি ইটভাটার চিমনি ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করা হয়। ৬৬টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়। ৭টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ৫টি প্রতিষ্ঠান থেকে ৬ ট্রাক সিসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করা হয় এবং কারখানা বন্ধ করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর মাসব্যাপী অভিযানের তথ্য নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

দূষণবিরোধী অভিযানে ২৯ দিনে সারা দেশে ৮ কোটি ৯৫ লাখ ৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাসব্যাপী অভিযানে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন, অবৈধ ইটভাটা, স্টিল মিল, শব্দদূষণ, ঝুঁকিপূর্ণ বর্জ্য, সিসা/ব্যাটারি রি-সাইক্লিং কারখানা, জলাশয় ভরাট, টায়ার পাইরোলাইসিস, চারকোল কারখানা এবং খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়াও গত বছরের ৩ নভেম্বর থেকে এ পর্যন্ত সারা দেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ৩০৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৯১টি প্রতিষ্ঠান থেকে মোট ৪৪ লাখ ২৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায়সহ আনুমানিক ১ লাখ ১৭ হাজার ২১৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এছাড়া ১১টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করে দেওয়া হয়।

আরএএস/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।