দিনে-দুপুরে যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করে মোবাইল ফোন ছিনতাই

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫
ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে তার কবজি বিচ্ছিন করে ছিনতাইকারীরা

রাজধানীর আদাবর বালুর মাঠ এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ার সময় এক যুবককে কুপিয়ে তার কবজি বিচ্ছিন করেছে ছিনতাইকারীরা। মো. সুমন শেখ (২৬) নামের ওই যুবকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জনুয়ারি) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

আহত সুমন শেখ জানান, গতরাতে আদাবর বালুর মাঠ এলাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে যাই। আজ বিকেলে বাসার সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক আমার পথরোধ করেন। পরে আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমি বাধা দেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে পেছন থেকে চাপাতি দিয়ে আমার বাম হাতে কোপ দেন। এর ফলে আমার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ভুক্তভোগী যুবক সুমন শেখ পিরোজপুর সদর উপজেলার মো. শাহাদাত শেখের সন্তান। তিনি নির্মাণশ্রমিকের কাজ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আদাবর এলাকায় ছিনতাইকারীরা এক যুবকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।