কাশিমপুর কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

ঢাকার গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ মহসিন খান (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। নিহত জঙ্গি মামলার আসামি ছিলেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন মহসিন খান। পরে অসুস্থ অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কারারক্ষী মো. মোস্তফা জানান, কাশিমপুর কারাগারে কয়েদি মহসিন খান সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত মহসিন খান কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন কাজিয়াতল গ্রামের মৃত রহমত আলীর সন্তান। তিনি সিলেট জেলার জঙ্গি মামলার আসামি ছিলেন। তার কয়েদি নম্বর ১৮৮৫/এ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

কাজী আল-আমিন/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।