প্রধান উপদেষ্টার প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আবারও গুজব ছড়াচ্ছে ভারত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারত আবারও গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জানায়, অন্তর্বর্তী সরকারকে অসম্মানিত করা ও বাংলাদেশে শেখ হাসিনার ঘৃণ্য শাসন পুনরায় চালু করতে ভারত আবারও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা শুরু করেছে।

প্রেস উইং জানায়, এই আয়োজকের সর্বশেষ পটভূমি হলো-প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরোসের বৈঠক।

বিজ্ঞাপন

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ঢাকায় অবস্থিত তার দূতাবাস ভালো করে জানে যে, প্রফেসর ইউনূস বাংলাদেশের সমালোচনাকারীদের সঙ্গে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রেস উইং জানায়, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অন্যান্য বন্ধু ও সহযোগীদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমইউ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।