১ মে থেকে বিমানের ম্যানচেস্টার রুট সাময়িক স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৮ এএম, ৩০ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

আগামী ১ মে থেকে ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি জানায়, হজ কার্যক্রমের কারণে এ রুটে ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে হজ কার্যক্রম শেষে ১১ জুলাই থেকে আবারও রুটটিতে ফ্লাইট চালানোর কথা জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৯ জানুয়ারি) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং উড়োজাহাজ স্বল্পতার জন্য ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট আগামী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সাময়িক স্থগিত করা হয়েছে। হজ কার্যক্রম শেষে আগামী ১১ জুলাই থেকে স্বাভাবিক সময়ের মতো ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুইদিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।

এই রুটের ১১ জুলাই পরবর্তী টিকিট বিমান সেলস কাউন্টার, বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসসহ সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানায় বিমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকিট যদি কেউ ক্রয় করে থাকেন তাহলে চাহিদা মোতাবেক টিকিট কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড নেওয়া যাবে অথবা সিট খালি থাকা সাপেক্ষে বিনামূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করা যাবে।

যাত্রীরা চাইলে ম্যানচেস্টার রুটের টিকিট বিনামূল্যে লন্ডন রুটেও পরিবর্তন করতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। ফিরতি ফ্লাইটের ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যাবে।

এমএমএ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।