কথা বলার অধিকার ক্ষুণ্ন করে এমন কোনো আইন করবে না সরকার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

জনগণের কিংবা কারও কথা বলার অধিকার ক্ষুণ্ন করে এমন কোনো আইন করবে না অন্তর্বর্তী সরকার।

আজ (বুধবার) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, আগের সাইবার সিকিউরিটি অ্যাক্টটি বাতিল করার ফলে শূন্যতার সৃষ্টি হয়। এ সুযোগে অনলাইনকে ব্যবহার করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী টার্গেট করে বুলিং করা হয়। এ কারণে সরকার দ্রুত আইন করতে চেয়েছে।

অনেকেই অনেক কথা বলছে। তাদের কথা ও মতামতের প্রতি সরকার শ্রদ্ধাশীল। বিভিন্ন দেশের প্রেক্ষাপট বিবেচনা ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে আইনটি করা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমইউ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।