অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

নতুন নীতিমালা প্রণয়নের পর ৭ সাংবাদিকের রিভিউ আবেদন বিবেচনা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪৩ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

দেশের শীর্ষ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার একাধিক সম্পাদক ও শীর্ষস্থানীয় ১৬৭ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে ৭ জন কার্ড ফিরে পেতে রিভিউ আবেদন করেছেন। সরকার নতুন অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালা প্রণয়নের প্রক্রিয়া শুরু করায় সহসাই তাদের আবেদন রিভিউ করা যাচ্ছে না।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, নতুন নীতিমালা প্রণয়নের পর ৭ সাংবাদিকের রিভিউ আবেদন বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

আজ (বুধবার) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালা চূড়ান্ত করারও আশাবাদ ব্যক্ত করেন‌ আজাদ মজুমদার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালা প্রণয়নের জন্য কতিপয় সুপারিশ করা হয়েছে। নীতিমালা প্রণয়নে সাংবাদিক নেতৃবৃন্দসহ গঠিত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি ও সরকারের সুপারিশমালার ভিত্তিতে চূড়ান্ত নীতিমালা হবে, বলেন তিনি।

এমইউ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।