ছয় মাস ধরে দেশ খুব ভালোভাবেই সামাল দেওয়া হচ্ছে: প্রেস সচিব
![ছয় মাস ধরে দেশ খুব ভালোভাবেই সামাল দেওয়া হচ্ছে: প্রেস সচিব](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/474782430-2137123260113747-5434729552461449700-n-20250129223631.jpg)
গত ছয় মাস ধরে দেশ কিন্তু খুব ভালোভাবেই সামাল দেওয়া হচ্ছে। এ সরকারের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ কি আপনারা পেয়েছেন? খুবই ভালোভাবে সামাল দেওয়া হচ্ছে।
তিনি বলেন, নুরুল হক নুর এখন জাতীয় নেতা হয়ে গেছেন। উনি অনেক কথা বলছেন। উনার সাপোর্টারদের জন্য উনি তো কথা বলবেনই। আমরা তার কথাকে সম্মান জানাই।
আজ (বুধবার) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে একজন গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গণধিকার পরিষদের নেতা নুরুল হক নুরকে উদ্ধৃত করে ওই সাংবাদিক বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশকে এখন সামাল দেওয়া যাচ্ছে না। তার প্রশ্নের ব্যাপারে সরকারের বক্তব্য কী? জানতে চাইলে শফিকুল আলম বলেন, গত ছয় মাসে সরকারি রিপোর্ট কার্ড দেখেন, আমি বলবো যে, ব্রিলিয়ান্ট।
এমইউ/এমএইচআর