ইউরোপ ফেরত অভিবাসীদের পুনর্বাসনে পাইলট প্রকল্প, পাবেন অর্থ সহায়তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২১ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫
অবৈধভাবে ইউরোপ গিয়ে অনেকেই দেশে ফেরত এসেছেন/ প্রতীকী ছবি

অনেকে অবৈধভাবে ইউরোপ গিয়ে দেশে ফেরত এসেছেন। তাদের পুনর্বাসনে পাইলট প্রকল্প হাতে নিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি টাকা। এ প্রকল্পের অংশ হিসেবে ইউরোপ ফেরত অভিবাসীদের কিছু আর্থিক সহায়তাও করা হবে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) সহযোগিতায় এ প্রকল্পে অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন। বাস্তবায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

পরিকল্পনা কমিশন জানায়, প্রকল্পটি মাদারীপুর, খুলনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাস্তবায়ন করা হবে। ২ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি অনুমোদন পেতে যাচ্ছে।

অধিকাংশ বাংলাদেশি অভিবাসী নিয়মিত উপায়ে যাত্রা শুরু করলেও ভিসার মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান অথবা চোরাচালানিদের সহায়তায় তৃতীয় কোনো দেশে অবস্থান করেন। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে এই অবৈধ অভিবাসীর হার বেশি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এটি একটি পাইলট প্রকল্প। বাস্তবায়নের স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে স্থানীয় পর্যায়ে খুলনা, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জকে। প্রকল্পের মূল কাজ গবেষণা, সেমিনার ও কনফারেন্স। এছাড়া থাকবে অভ্যন্তরীণ প্রশিক্ষণ ও জরিপ।

ক্ষতিগ্রস্ত প্রত্যাবর্তনকারীদের চিহ্নিত করতে এবং তাৎক্ষণিক আগমন-পরবর্তী সহায়তা ও নির্দেশিত পরিষেবা (রেফারেল পরিষেবা) বিধান রেখে একটি সিস্টেমের উন্নয়ন ও পাইলটিংয়ের প্রস্তাব করা হয়েছে এ প্রকল্পে।

আইওএম ২০১৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের অনুদানে অভিবাসন প্রকল্পে সহায়তা করে আসছে। এ প্রকল্পের সাফল্য অর্জনের ওপর ভিত্তি করে আলোচ্য প্রকল্পের মাধ্যমে সরকারকে কার্যকর নীতি প্রণয়নে সহযোগিতা করা হবে। এ ছাড়া নিরাপদ অভিবাসন ও টেকসই পুনঃএকত্রীকরণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের সক্ষমতা বৃদ্ধি এবং সেবাদান ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে বর্ণিত প্রকল্পে বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমওএস/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।