জুলাই বিপ্লবে আহত আরও ৬ জন যাচ্ছেন ব্যাংকক
![জুলাই বিপ্লবে আহত আরও ৬ জন যাচ্ছেন ব্যাংকক](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/july-injured-20250129104702.jpg)
জুলাই বিপ্লবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত আরও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক নেওয়া হচ্ছে।
বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজন ১১টার ২০ মিনিটের ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন।
আরও পড়ুন:
- জুলাই বিপ্লবে আহতদের এনআইডি হস্তান্তর
- জুলাই বিপ্লবে চক্ষু হাসপাতালের তিন লড়াকু চিকিৎসক
- উন্নত চিকিৎসার জন্য আহত আরও ২ জনকে সিঙ্গাপুর পাঠানো হলো
এর আগে বিভিন্ন সময়ে ২২ জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠায় অন্তর্বর্তীকালীন সরকার। সব মিলিয়ে ২৮ জন গেলো দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য।
এসইউজে/এসএনআর/এএসএম