জরিমানা ছাড়াই গাড়ির ফিটনেস-ড্রাইভিং লাইসেন্স নবায়নের সুযোগ

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) বিভিন্ন সেবার মেয়াদোত্তীর্ণ কাগজপত্র জরিমানা ছাড়াই নবায়নের সময় আবারও বাড়ানো হয়েছে। ফলে গ্রাহকরা গাড়ির ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য জরিমানা ছাড়া আরও এক মাস সময় পাচ্ছেন।
রোববার (২৬ জানুয়ারি) বিআরটিএর সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শেষবারের মতো বাড়ানো হলো। জনস্বার্থে এটি অবিলম্বে কার্যকর হবে।
এদিকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ফেসবুক পেজে দ্রুত সময়ের মধ্যে বাসের কাগজপত্র নবায়নে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল আলম।
এমএমএ/এমআইএইচএস