জুলাই বিপ্লবে আহতদের এনআইডি হস্তান্তর

রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত ১৭ জনের এনআইডি হস্তান্তর করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) হাসপাতালে গিয়ে আহতদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির এনআইডি কার্ড হস্তান্তর করেন তাদের।
- আরও পড়ুন
- জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কী হচ্ছে?
- জুলাই বিপ্লবে চক্ষু হাসপাতালের তিন লড়াকু চিকিৎসক
- জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা: ড. ইউনূস
এসময় আরও উপস্থিত ছিলেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল এবং সহকারী অধ্যাপক ডা. যাকিয়া সুলতানা নীলা।
এসইউজে/এসএনআর/জিকেএস