জুলাই বিপ্লবে আহতদের এনআইডি হস্তান্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত ১৭ জনের এনআইডি হস্তান্তর করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) হাসপাতালে গিয়ে আহতদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির এনআইডি কার্ড হস্তান্তর করেন তাদের।

বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী, সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল এবং সহকারী অধ্যাপক ডা. যাকিয়া সুলতানা নীলা।

এসইউজে/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।