সাত কলেজের সোমবারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪২ এএম, ২৭ জানুয়ারি ২০২৫
ঢাবি অধিভুক্ত সাত কলেজের সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের সোমবারের (২৭ জানুয়ারি) স্নাতক ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) দিনগত রাত ২টা ৪৪ মিনিটের দিকে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হলো।

এই পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সোমবার ঢাবিতে সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এনএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।