লাঠিপেটার তিন ঘণ্টা পরও অবস্থান ছাড়েননি ইবতেদায়ি শিক্ষকরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

লাঠিপেটার তিন ঘণ্টা পেরিয়ে গেলেও অবস্থান ত্যাগ করেননি চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।

রোববার (২৬ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন তারা।

বিজ্ঞাপন

ইবতেদায়ি শিক্ষকরা জানান, আমাদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ হামলা চালিয়ে আহত করেছে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাবো না।

রফিকুল ইসলাম নামের এক শিক্ষক জাগো নিউজকে বলেন, পুলিশের বাবার বয়সী মানুষরা এখানে আন্দোলনে এসেছেন। তাদের লাঞ্ছিত করা হলো। এটা কেমন বিচার? এই পুলিশ তো হাসিনার পুলিশ। ওপর থেকে দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করেই যাবো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে শিক্ষকদের অবস্থানের সামনেই জলকামান ও সাঁজোয়া যান নিয়ে লাঠি হাতে অবস্থান করছে বিপুল সংখ্যক পুলিশ। ফলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে চারুকলা অনুষদ এলাকায়।

এমএইচএ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।