পুলিশের সঙ্গে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সংঘর্ষে নারীসহ আহত ৫

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

রাজধানী শাহবাগে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে পুলিশে সঙ্গে সংঘর্ষে নারীসহ ৫ মাদরাসা শিক্ষক আহত হয়েছেন।

আহতরা হলেন, মাদরাসা শিক্ষক আনোয়ার হোসেন (৩৫), ফরিদুল ইসলাম (৩০), আমিনুল (৩৫), মিজানুর রহমান (৩৫) ও মোছা. মারুফা আক্তার(২৫)।

বিজ্ঞাপন

রোববার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

তাদের নিয়ে আসা বেলায়েত হোসেন বলেন, আটদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছিলাম। আজ দুপুরের দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার উদ্দেশে একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে শাহবাগে আসা মাত্র পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর চার্জ করে। এতে নারী মাদরাসা শিক্ষকসহ প্রায় ৩০-৪০ আহত হন। এদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে ও অন্যদের পিজি হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দুপুরের দিকে নারীসহ পাঁচ মাদরাসা শিক্ষক আহত হয়ে এসেছেন। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানান তিনি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।