৩৫ সরকারি কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ২১ জুলাই ২০১৪

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ৩৫ জন কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। মুক্তিযোদ্ধা সনদ সঠিক না থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সনদ বাতিলের এ আদেশ জারি করেছে।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে রবিবার জারি হওয়া এ সংক্রান্ত আদেশ থেকে এ তথ্য জানা গেছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাতিল হওয়া এই ৩৫ কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ সঠিক না থাকার অভিযোগ ওঠে।

পরবর্তীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হলে ৩০ জনের সনদ বাতিল করা হয়, জেলা প্রশাসকের প্রতিবেদন অনুযায়ী ২ জন, বয়স উপযুক্ত না হওয়ায় ও ২টি সনদ থাকায় একজনের সনদ বাতিল করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।