তথ্য কমিশনার পদ থেকে সরানো হলো মাসুদা ভাট্টিকে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ২১ জানুয়ারি ২০২৫
মাসুদা ভাট্টি/ফাইল ছবি

তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে সরানো হয়েছে। রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন বলে সোমবার (২০ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে মাসুদা ভাট্টিকে সরানোর জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দেয় সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল।

বিজ্ঞাপন

মাসুদা ভাট্টিকে সরানোর প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের সামনে তথ্য কমিশনার মাসুদা ভাটির ‘গুরুতর অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদসহ ১৬ দফা (৬) ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৬ (১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তার পদ হতে অপসারণ করেছেন।

মাসুদা ভাট্টি আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে পরিচিত। ২০২৩ সালের ২৪ আগস্ট তিনি তথ্য কমিশনার নিয়োগ পান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরএমএম/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।