মহাখালীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

মহাখালীতে সড়ক অবরোধ করেছেন সিএনজি চালকেরা
রাজধানীর মহাখালী এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন শত শত মানুষ।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে তারা মহাখালী-বনানী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন তারা।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেক সরোয়ার জানান, দেড়টা থেকে সিএনজিচালিত অটোরিকশাচালকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মহাখালী সড়ক অবরোধ করেন। তারা দাবি করেন, পার্কিং করা সিএনজির বিরুদ্ধে মামলা করা যাবে না। এতে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে নগরবাসী৷
তিনি বলেন, ২টার দিকে বিআরটিএর আশ্বাসে সিএনজিচালিত অটোরিকশাচালরা সড়ক অবরোধ তুলে নে। সড়কের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
টিটি/এএমএ/এএসএম