প্রেস উইং

এসএসএফের ডিজি অপরাধীকে আশ্রয় দিয়েছেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫

এসএসএফের মহাপরিচালক (ডিজি) গার্মেন্টস কারখানার মালিক, অপরাধে অভিযুক্ত আলী হোসেনকে তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

১৯ জানুয়ারি (শনিবার) ডেপুটি প্রেস সেক্রেটারি এসএসএফের একজন মুখপাত্রের দেওয়া বিবৃতির কথা উল্লেখ করে জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলো, যেখানে দাবি করা হয়েছে যে ডিরেক্টর জেনারেল (ডিজি) এসএসএফ অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন, সেগুলো সম্পূর্ণ মিথ্যা।

বিজ্ঞাপন

এসএসএফ-এর ওই মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, আলী হোসেন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস কারখানার মালিক হিসেবে নিজেকে পরিচয় করিয়ে ডিজির ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। তার সঙ্গে বৈধ স্ট্যাম্পে একটি ভাড়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

মুখপাত্র বিবৃতিতে আরও বলেন, তার বাসায় একজন অপরাধে অভিযুক্তকে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। ১৮ জানুয়ারি রাত ৩টা ৪৫ মিনিটে পুলিশ যখন তাকে গ্রেফতার করতে আসে, তখন ডিজি তাকে ধরে নিয়ে যেতে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলেন। ফেসবুকে দেওয়া পোস্টগুলো পুরোপুরি মিথ্যা ও বিকৃত। এটি কোনো তদন্ত ছাড়াই ডিজি, এসএসএফ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা। এটি দায়িত্বজ্ঞানহীন একটি কাজ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমইউ/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।