ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেওয়া হিরু গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৭ এএম, ১৬ জানুয়ারি ২০২৫
আসাদুজ্জামান হিরু/ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আসাদুজ্জামান হিরুকে গ্রেফতার করেছে পুলিশ। হিরু নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দিতেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে হিরুকে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ জোগানদাতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় অর্থ লোপাটকারী এবং কাদেরের পালিত পুত্র বলে নিজেকে পরিচয় দানকারী আসাদুজ্জামান হিরু ৫ আগস্ট পরবর্তী বাড্ডা থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানার পুলিশের স্পেশাল টিম গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আসাদুজ্জামান হিরুকে রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।

টিটি/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।