এইচএমপি ভাইরাস সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম বিমানবন্দরে ৭ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:১২ এএম, ১৬ জানুয়ারি ২০২৫
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

হিউম্যান মেটানিউমো ভাইরাসের (এইচএমপিভি) সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

মাস্ক পরিধানসহ স্যানিটাইজার ব্যবহার ও কমপক্ষে তিন ফুট দূরত্ব মানার অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বুধবার ১৫ জানুয়ারি বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এইচএমপিভি সংক্রমণ প্রতিরোধে সাতটি নির্দেশনার কথা উল্লেখ করা হয়। সেগুলো হলো-

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১. শীতকালীন শ্বাসতন্ত্রের রোগ থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন
২. হাঁচি/কাশি সময়/বাহু/টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন
৩. ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার বুড়িতে ফেলুন
৪. হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধুতে হবে
৫. আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন
৬. ঘনঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে, অপরিষ্কার হাতে চোখ ধরা থেকে বিরত থাকুন
৭. নাক, মুখ না ধরা এবং জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে অথবা প্রয়োজনবোধে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

এমডিআইএইচ/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।