অর্থ আত্মসাৎ
রূপালী ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপকসহ ৩ জনের নামে দুদকের মামলা
গ্রাহকের উৎস থেকে এলসি পেমেন্ট না করে ফোর্সড লোন সৃষ্টির মাধ্যমে বিদেশে অর্থ পাঠানো ও অবৈধ এলসির মাধ্যমে ৫৭ কোটি ৮৪ লাখ ১২ হাজার ২৩৪ টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপকসহ তিনজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- ব্যাংকটির সাবেক উপমহাব্যবস্থাপক মো. আবুল খায়ের, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম, ফরিদ উদ্দিন ও শীতল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দিদারুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, আসামি দিদারুল ইসলাম ও আবুল খায়েরের বিরুদ্ধে চট্টগ্রামভিত্তিক শিপ ব্রেকিং প্রতিষ্ঠান মেসার্স শীতল এন্টারপ্রাইজের পক্ষে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত কোম্পানি মেসার্স গ্রিন স্টার মেরিন লিমিনিডের অনুকূলে রূপালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা আবুল খায়ের বিধি বহির্ভূত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ৯৯ দশমিক ৬৫ লাখ মার্কিন ডলারের ঋণপত্র স্থাপন করেন।
এলসিতে অ্যাড কনফারেশন যোগ করা এবং সুযোগ থাকা সত্ত্বেও গ্রাহকের উৎস থেকে এলসি পেমেন্ট না করে ফোর্সড লোন সৃষ্টির মাধ্যমে বিদেশে অর্থ পাঠানো ও অবৈধ এলসি স্থাপনের মাধ্যমে প্রায় ৫৮ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
এসএম/এমকেআর/জিকেএস