জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী কিলার আকরাম গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০১ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী মো. আকরাম ওরফে কিলার আকরামকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব। আকরাম জেনেভা ক্যাম্পের চার নম্বর ব্লকের বাসিন্দা আহমেদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।

বিজ্ঞাপন

তিনি জানান, সম্প্রতি মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম এবং ভুঁইয়া সোহেল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে শর্টগান থেকে সক্রিয়ভাবে প্রতিপক্ষের ওপর কিলার আকরামকে গুলি করতে দেখা যায়। আকরাম বর্তমানে চুয়া সেলিমের পক্ষের হয়ে সোহেল গ্রুপের ওপর হামলা চালায়।

ওই ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত ও সাগর নামের একজন নিহত হন। সাগর নিহতের ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া মামলায় আকরাম অন্যতম আসামি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এএসপি তপু আরও জানান, আকরামের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের কারবারের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক, অস্ত্রসহ বিভিন্ন আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতার আকরামকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

টিটি/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।