মার্চ থেকে গণহত্যার বিচারের শুনানি শুরুর আশা আসিফ নজরুলের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আসিফ নজরুল বলেন, আমরা বিচারের ক্ষেত্রে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর দিচ্ছি। এখানে রাষ্ট্রপক্ষের ইনভলমেন্টটা বেশি। ফলে আমরা এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছি।

তিনি বলেন, যে গতিতে মামলার তদন্ত কার্যক্রম এগোচ্ছে আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে দেখতে পাবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, আগামী নির্বাচনের আগে ট্রায়ালকোর্টে বিচারকাজ সম্পন্ন করা সম্ভব হবে। এক্ষেত্রে কারও কোনো গাফিলতি নেই, কোনো সুযোগ নেই। বাংলাদেশের যে নির্মম অমানবিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে অবশ্যই সরকার এটার বিচার করবে।

এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।