সাবেক আইজিপি আজিজুল হক মারা গেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫

অবসরপ্রাপ্ত আইজিপি এম আজিজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৫ জানুয়ারি) ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে পুলিশ সদরদপ্তর।

বিজ্ঞাপন

এম আজিজুল হক ১৯৯৬ সালের জুলাই থেকে ১৯৯৭ নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৭ সালে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।

এছাড়া স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম আজিজুল হক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর ২০২০ সালের মাঝামাঝি পর্যন্ত রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা ও অর্থ উপদেষ্টা হিসেবে কাজ করেন তিনি।

টিটি/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।