ভূমি মন্ত্রণালয়
নতুন ভূমিসেবা সফটওয়্যারের সমস্যা দ্রুত সমাধান সম্ভব
নতুন চালু করা সফটওয়্যারগুলোর কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় সংক্রান্ত জটিলতায় ভূমিসেবা পেতে সমস্যায় পড়ছে মানুষ। দ্রুতই এ সমস্যার সমাধান করা সম্ভব হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
এতে বলা হয়, জনগণকে উন্নত ও সমন্বিত ভূমিসেবা দিতে মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ চালুর জন্য গত ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত অনলাইন সেবা বন্ধ রাখা হয়। ১ ডিসেম্বর ২০২৪ সকাল সাড়ে ৯টা থেকে সব ভূমিসেবা সমন্বিতভাবে চালু করা হয়।
সফটওয়্যারের প্রথম সংস্করণের ডেটা ও মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের জাতীয় সার্ভার ও তথ্যাধারের নির্ধারিত নতুন স্থানে সমন্বিতভাবে স্থানান্তর করে অটোমেটেড ভূমিসেবা সিস্টেম চালু করা হয়েছে।
‘অটোমেটেড ভূমিসেবা সিস্টেমে নাগরিকরা মাত্র একবার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে মিউটেশন, ভূমি উন্নয়ন কর দেওয়া বা পর্চা/খতিয়ান/ম্যাপ উত্তোলনের মতো যেকোনো ভূমিসেবা সহজেই নিতে পারবেন।’
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন চালু করা সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় সংক্রান্ত জটিলতা, ডেটা সেন্টারের সার্ভার ও মাঠপর্যায়ে সেবা দেওয়ার জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগ করা ইন্টারনেটের শ্লথগতির কারণে সাধারণ জনগণ সেবা নিতে প্রায়ই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ভূমিসেবার উদ্ভূত সমস্যা সমাধানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া জনগণ যেন দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পেতে পারেন সে লক্ষ্যে দেশের উপজেলা/সার্কেল/মেট্রো ভূমি অফিস ও ইউনিয়ন/পৌর/ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের নতুন চালু সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
চালু করা সফটওয়্যারগুলোর সব কারিগরি সমস্যা দ্রুতই সমাধান করা সম্ভব হবে এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা আগামী মার্চে জনবান্ধব অটোমেটেড বা ডিজিটাইজড ভূমি সেবার নতুন চালু করা সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
ভূমিসেবাগ্রহীতাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়।
আরএমএম/এমএএইচ/