ঘুসের টাকাসহ হাতেনাতে ধরা পাসপোর্ট কর্মকর্তা
ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে ঘুসের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, গত বছরের ২০ নভেম্বর মিরানা মাহজাবিন সরকার নামের একজন সেবাগ্রহীতা পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। নির্ধারিত দিন ২৯ নভেম্বর পাসপোর্ট সংগ্রহ করতে গেলে ফারুক আহমেদ অভিযোগকারীর কাছে পাসপোর্ট নবায়ন করতে সরকারি ফির অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে মিরানা মাহজাবিন পাসপোর্টের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। ওই কর্মকর্তা ফারুকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের পরামর্শ দেন।
পরবর্তী সময়ে মিরানা মোবাইল ফোনে ফারুক আহমেদের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সংগ্রহ করেন। যেখানে ঘুস চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।
এর পরিপ্রেক্ষিতে, দুদক বিধিমালা-২০০৭-এর বিধি ১৬ অনুযায়ী একটি ফাঁদ মামলা পরিচালনার জন্য কমিশন অনুমোদন দেন। এরপরই মঙ্গলবার দুপুরে ওই অফিস থেকে ঘুসের ৫০ হাজার টাকাসহ ফারুক আহমেদকে হাতেনাতে গ্রেফতার করে দুদক।
গ্রেফতার অভিযান পরিচালনা করেন দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম। যার নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আজমির শরিফ মারজী। সার্বিক তদারকি করেন দুদক ঠাকুরগাঁও অফিসের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।
এসএম/এমকেআর/জেআইএম