২৮ মাদক মামলার আসামি মিনারা সহযোগীসহ গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫

রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে ২৮ মাদক মামলার এজাহারভুক্ত আসামি মোসা. মিনারা বেগমকে (৪৯) গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সহযোগী তিশা আক্তারকেও (২০) গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, লালবাগ থানার একটি টহল টিম লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ড এলাকার ওয়েল ফুড দোকানের সামনে রাস্তায় চেকপোস্ট ডিউটি করছিল। চেকপোস্ট চলাকালীন গতিবিধি সন্দেহজনক হওয়ায় মিনারা বেগম ও তিশা আক্তারকে তল্লাশি করে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে লালবাগ ও নিউমাকের্ট এলাকায় বিক্রি করতো। পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় গ্রেফতার মিনারা বেগমের বিরুদ্ধে ডিএমপির থানায় ২৮টি মাদক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

টিটি/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।