আনোয়ারার সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামের আনোয়ারা থানার বরুমচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরীকে (৭৬) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বরুমচড়া ইউনিয়ন এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামসুল ইসলাম চৌধুরী বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিকদারের বাড়ির মৃত শাহাব মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর এক বিএনপি নেতার দায়ের করা বিস্ফোরক মামলায় উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানদের আসামি করা হয়। এরপর সব চেয়ারম্যান আত্মগোপনে চলে গেলেও শামসুল ইসলাম এলাকায় ছিলেন। গেল নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘একটি বিস্ফোরক মামলায় বরুমছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমডিআইএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।