ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে ভুয়া চিকিৎসক আটক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলায় মোছা. ডালিয়া আক্তার (৩২) নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে আনসার সদস্যরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।

হাসপাতালের দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালের দিকে অভিযুক্ত ওই নারী চিকিৎসক অ্যাপ্রোন পরে ও গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের তৃতীয় তলায় ঘোরাফেরা করছিলেন। পরে চিকিৎসকদের সন্দেহ হলে তার কাছে জানতে চান তিনি ঢাকা মেডিকেলের চিকিৎসক কি না। এক পর্যায়ে ওই নারী চিকিৎসক কোনো সদুত্তর দিতে না পারলে বিষয়টি টহলরত আনসার সদস্যদের জানানো হয়। পরে আমরা ওই নারী চিকিৎসককে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করি।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢামেকের বার্ন ইউনিটে তৃতীয়তলা থেকে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করে আমাদের কাছে সোপর্দ করা হয়েছে। শাহবাগ থানা থেকে পুলিশের একটি দল এসে ওই নারীকে নিয়ে গেছে।

এর আগে স্বর্ণা আক্তার ও মুনিয়া রোজা নামে দুই ভুয়া নারী চিকিৎসককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।