সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৫
সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার (এসকে) সুর/ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার (এসকে) সুরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংস্থাটির একটি আভিযানিক দল তাকে ঢাকার সেগুনবাগিচা থেকে গ্রেফতার করে। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

গত ২৩ ডিসেম্বর এসকে সুরের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। সম্পদ বিবরণী নোটিশের জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে নন-সাবমিশন মামলা করা হয়।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, এসকে সুরকে আজ গ্রেফতার করা হয়েছে। এখন তাকে আদালতে নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসএম/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।