পুনাকের উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১০ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতিমখানার শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুনাকের সভানেত্রী আফরোজা বলেন, পুনাক অসহায় মানুষকে সহযোগিতা করে আসছে।

পুনাকের উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তিনি এতিমখানায় কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনার আশ্বাস দেন।

এ সময় পুনাকের সহ-সভানেত্রী আইরিন রহমান, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদা নূপুর ও পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার কার্যনির্বাহী পরিষদের সভাপতি খাজা আলী মাদানী ও তত্ত্বাবধায়ক হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পুনাকের সভানেত্রী এতিমখানার ১৮০ জন শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেন।

টিটি/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।