নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কারের মেয়াদের ওপর: মাহফুজ আলম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫
ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম/ ছবি- পিআইডি

সংস্কারের মেয়াদ অথবা পরিধির ওপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, আজকালের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়াটা যৌক্তিক হবে না। বরং সংস্কার কমিশনগুলোর রিপোর্ট যখন হবে এবং রিপোর্টের ভিত্তিতে যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে- তখন নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে স্পষ্ট জানা যাবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এসময় গণমাধ্যমকর্মীরা নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, জাতীয় নির্বাচনের প্রশ্ন সংস্কার সাপেক্ষ। প্রধান উপদেষ্টার বক্তব্যে এমন বক্তব্য উঠে এসেছে।

তিনি বলেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন এ মাসের মধ্যে পাওয়ার আশা করছি। প্রথম যে ছয়টি কমিশন সেগুলো নির্বাচন সংশ্লিষ্ট। কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দল ও অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু হবে।

আলোচনার প্রক্রিয়া শুরু হওয়ার পর রাজনৈতিক দল ও অন্যান্যরা ঠিক করবেন কতটুকু সংস্কার তারা করতে চান। ওই সংস্কার স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদি হবে এবং তার মেয়াদ ও পরিধি কী হবে- তার ওপর ভিত্তি করবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যোগ করেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা।

এমইউ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।