বিমানবাহিনীর কিরাত ও আজান প্রতিযোগিতা সমাপ্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি কিরাত ও আজান প্রতিযোগিতা-২০২৫ ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শেষ হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিার জানায়, প্রতিযোগিতায় বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক চ্যাম্পিয়ন এবং বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমানবাহিনী সদর দপ্তরের (ইউনিট) এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৮ জানুয়ারি বিমানবাহিনী সদর দপ্তরের (ইউনিট) এয়ার অধিনায়ক এয়ার কমোডর মো. শফিকুল ইসলাম এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উল্লেখ্য, দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমানবাহিনীর ৭টি দল অংশগ্রহণ করে।

টিটি/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।