স্ত্রীসহ দুদকের জালে সাবেক এমপি আশরাফ
প্রায় ১৫ কোটি ৮১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান (দিলীপ) ও তার স্ত্রী আফরোজা সুলতানার নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি সাংবাদিকদের বলেন, আসামি আনোয়ারুল আশরাফ খান সরকারি কর্মচারী থাকা অবস্থায় অবৈধ উপায়ে ১১ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৩১৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি তার ৩০টি ব্যাংক হিসাবে ৪৪১ কোটি ১৬ লাখ ৬৪ হাজার ২০৫ টাকা লেনদেন করেছেন।
দ্বিতীয় মামলায় আনোয়ারুল আশরাফ খানের স্ত্রী আফরোজা সুলতানার বিরুদ্ধে তিন কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৭৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারা, ১৯৪৭ এর দুর্নীতি প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২), ও (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক।
গত বছরের ১৭ সেপ্টেম্বর আশরাফ খানের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। এ দম্পতির বিরুদ্ধে গত বছরের ২১ অক্টোবর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
এসএম/এমকেআর/জেআইএম