চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া নথি পাওয়া গেলো ভাঙারির দোকানে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫
চট্টগ্রাম আদালত, ফাইল ছবি

চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া নথিগুলো পাওয়া গেছে ভাঙারির দোকানে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নগরের পাথরঘাটা শতীশ বাবু লেনিন এলাকার একটি ভাঙারির দোকান থেকে এসব নথি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) কক্ষের সামনের বারান্দা থেকে এসব নথি খোয়া যায়। এরমধ্যে খোয়া যাওয়া ৯ বস্তা নথি উদ্ধার হয়েছে। গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো খোয়া যায় বলে কোতোয়ালি থানায় দায়ের হওয়া জিডিতে উল্লেখ করা হয়।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, খোয়া যাওয়া নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙারির দোকানে কেজি দরে বিক্রি করা হয়েছিল। এ ঘটনায় থানায় জিডি হওয়ার পর গোপন সংবাদে রাসেল নামে একজনকে বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নথিগুলো পাথরঘাটার ভাঙারির দোকানে বিক্রির কথা জানান। এরপর সেখানে অভিযান চালিয়ে ৯ বস্তা মামলার নথি (কেস ডকেট বা সিডি) উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর দুই দিন আগে আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন রাসেলকে শনাক্ত করে পুলিশ। তিনি আদালত চত্বরে চা বিক্রি করতেন। নথি চুরির পর তিনি ভাঙারির দোকানে সেগুলো ১৬ টাকা কেজি দরে বিক্রি করে দেন।

এমডিআইএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।