চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫
বিভিন্ন দাবিতে শাহবাগ অবরোধ করেন চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা/ ছবি- সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনঃতদন্ত, ন্যায়বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে শাহবাগ অবরোধ করেন চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শাহবাগ অবরোধ করেন তারা। এক ঘণ্টার অবরোধ শেষে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান। এর আগে দুপুর ১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে শাহবাগে যান তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার শাহবাগ অবরোধে নেতৃত্ব দেন। অবরোধ তুলে নিলেও বিডিআর সদস্যদের কেউ কেউ শাহবাগে অবস্থান নিয়ে থাকলে তিনি ফেসবুক পোস্টে বলেন, ‘আমাদের শাহবাগ ব্লকেড কর্মসূচি ২টা ২০ মিনিটে শেষ হয়েছে। কেউ জনদুর্ভোগ সৃষ্টি করবেন না। দ্রুত শহীদ মিনারে চলে আসুন।’

এমএইচএ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।