মিরপুরে তুরাগ তীরে রাজউকের উচ্ছেদ অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৮ জানুয়ারি ২০২৫
উত্তর কাউন্দিয়া ও মিরপুর বেড়িবাঁধ সড়কের পাশে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক

তুরাগ নদীর পশ্চিম পাশে উত্তর কাউন্দিয়া ও মিরপুর বেড়িবাঁধ সড়কের পাশে ড্যাপে চিহ্নিত জলাশয়, কৃষিজমি ভরাট বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার (৮ জানুয়ারি) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন রাজউকের অঞ্চল ৩ এর পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া, উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা, মুস্তাফিজুর রহমান, আবু কাওসারসহ সহকারী নগর পরিকল্পনাবিদ, সহকারী অথরাইজড অফিসার, কানুনগো, ইমারত পরিদর্শকরা।

তারা নির্মাণাধীন বাউন্ডারি ওয়াল, অবৈধ হাউজিং প্রকল্প, কৃষিজমি ও জলাধার ভরাট করে অবৈধ বালু ভরাট, এলজিইডি কর্তৃক রাজউকের প্রদান করা অনাপত্তিপত্রে উল্লেখিত স্থানের পরিবর্তে অন্যস্থানে ব্রিজ নির্মাণ করায় সড়কের পাশে প্রজেক্ট অফিসের বাউন্ডারি উচ্ছেদ করেন।

অভিযানে মোহাম্মদ ওয়ালীদ হোসেন ও নুরুল ইসলাম নামের দুই ব্যক্তিকে রাজউক ড্যাপের ব্যত্যয় করে অবৈধভাবে বালু ভরাট ও প্লট নির্মাণকাজ করায় ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৬টি প্লটের সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয় এবং ৪টি ড্রেজিং মেশিনের পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে ওই এলাকার সব ধরনের উন্নয়ন কার্যক্রম বন্ধসহ ড্রেজিং মেশিন এক দিনের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়।

আরেক অভিযানে এলজিইডি কর্তৃক নির্দিষ্ট স্থানে ব্রিজ নির্মাণ না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ব্রিজের নকশা ও রাজউকের অনাপত্তিপত্র জরুরি ভিত্তিতে রাজউক কর্তৃপক্ষের কাছে দাখিলের অনুরোধ করা হয়।  

এমএমএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।