প্রেস সচিব
অংশীজনরা কী চান তার ওপর নির্ভর করবে নির্বাচন কবে হবে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা অংশীজনরা কী চান তার ওপর নির্ভর করবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হলে তারা কতটুকু সংস্কার চান কিংবা নির্বাচনের বিষয়ে কী আগ্রহ প্রকাশ করেন, তার ওপর নির্ভর করবে কবে নির্বাচন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমকর্মীরা জানতে চান রাজনৈতিক দলগুলো রাজি থাকলে আগামী ডিসেম্বরে নির্বাচন হতে পারে—এ ধরনের বক্তব্য প্রেস সচিব দিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বছরের পর বছর লাগে। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশাটা অনেক। সাধারণ মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার থাকলে অনেকগুলো সংস্কার করা সম্ভব হবে। তাছাড়া জুলাই-আগস্টের আন্দোলনের মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে সরকার এতগুলো সংস্কার কমিশন গঠন করে দিয়েছে। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থায় ফেরার লক্ষ্যেই এসব করা হচ্ছে। অংশীজন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপকালে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলাপ-আলোচনা ও তাদের মতামতের ভিত্তিতে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
আরও পড়ুন
প্রেস সচিব আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের বিষয়ে বারবার জানিয়েছেন। তিনি বলেছেন, যদি কম সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন করা যেতে পারে। তাছাড়া অংশীজন বা রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছে যদি বেশি সংস্কার চান, তাহলে হয়তো অতিরিক্ত আরও ছয় মাস সময় লাগবে।’
এসময় শফিকুল আলম বলেন, একই জিনিস বারবার বলা হচ্ছে কিন্তু ইন্টারপ্রিটেশন ঠিকমতো হচ্ছে না।
এমইউ/এসআর