১৫ জানুয়ারির মধ্যে ৫ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

আগামী ১৫ জানুয়ারির মধ্যে ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটির প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি। সপ্তাহের সাতদিন দৈনিক ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করেও তারা কাজ শেষ করতে না পেরে অতিরিক্ত সময় নিয়েছিলেন।

প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার আশা করছে আগামী ১৫ জানুয়ারির মধ্যে ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি কমিশন তাদের সংস্কার প্রতিবেদন দাখিল করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমইউ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।