বাবুবাজারে চালের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা
চালের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে চালের বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও বাবুবাজারে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
বাবুবাজারে পরিচালিত অভিযানে চালের বস্তায় মিলগেট মূল্য না থাকা, স্টক রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণ না করা, ক্যাশ মেমো দেখাতে ব্যর্থ হওয়ায় রাজীব এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই বাজারে ৮০টি পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে। বাজার কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দীনকে সঙ্গে চাল ব্যবসায়ীদের নিয়ে তাৎক্ষণিক মতবিনিময় সভা করা হয়। সভায় আমনের ভরা মৌসুমে যৌক্তিক ও গ্রহণযোগ্যভাবে মুনাফা করে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এদিকে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে মোহাম্মদপুর কৃষি মার্কেটের হেলাল জেনারেল স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা এক লিটারের সয়াবিন তেল ১৭৫ টাকার পরিবর্তে ১৮৫ টাকা দরে বিক্রি করছিল।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, শিকদার শাহীনুর আলম ও মো. আব্দুস সালাম।
এনএইচ/বিএ/এএসএম