স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই বিপ্লবে আহত ১০০ জন পাচ্ছেন সরকারি চাকরি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

জুলাই বিপ্লবে আহতদের মধ্য থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০০ জনকে সরকারি চাকরি দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, পর্যায়ক্রমে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থায় আরও লোক নিয়োগ নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে এসবি ও সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুন:

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিআইডিতে আজকে আমার একটা নরমাল ভিজিট ছিল। আমার সঙ্গে আইজিপি ছিলেন। আমরা অনেক বিষয়ে কথা বলেছি। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় অনেকে নিহত এবং আহত হয়েছেন। যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা কীভাবে করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। পুলিশের পক্ষ থেকে আমরা এই বিষয়ে একটা প্রোপোজাল পাঠিয়েছি। যারা আহত হয়েছে তাদেরকে পুলিশে চাকরি দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

সরকারি চাকরিতে জুলাই বিপ্লবে আহতদের নিয়োগের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পরবর্তীতে আমরা এই সংখ্যাটা আরও বাড়াব। আমরা আপাতত পুলিশে নিয়োগ শুরু করছি। পরবর্তীতে আমরা আমার মন্ত্রণালয়ের অধীনে থাকা সকল ডিপার্টমেন্টে এটা করে দিব।

এসইউজে/এসএনআর/জেআইএম/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।