অবৈধ যানবাহন

চার মাসে ১ লাখ ৩৯ হাজার মামলা, জরিমানা প্রায় ৫০ কোটি টাকা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫

অন্তর্বর্তী সরকারের সময়ে সবশেষ গত চার মাসে (১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) রাজধানীতে ৫০ হাজারেরও বেশি অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ট্রাফিক বিভাগ। এসময়ে সড়কে ট্রাফিক আইন ভঙ্গের জন্য ১ লাখ ৩৯ হাজার একটি মামলাসহ ৪৯ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৩৬৫ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আব্দুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়।

ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সভায় জানানো হয়।

সভায় আরও জানানো হয়, মাঠ পর্যায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যকারিতা বাড়াতে এরই মধ্যে ৪ হাজার ২০০ জন পুলিশ সদস্য এবং ৬০০ জন ছাত্র প্রতিনিধিকে নিয়োজিত করা হয়েছে।

এমইউ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।