বান্দরবানের নতুন ডিসি শামীম আরা রিনি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫
বান্দরবানের নতুন ডিসি মীম আরা রিনি

বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনি।

সোমবার (৬ জানুয়ারি) তাকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর রিনিকে কুষ্টিয়ার ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। তার সেই আদেশ বাতিল করা হয়।

বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপসচিব শাহ মোজাহিদ উদ্দিন।

একই সঙ্গে গত ৩১ ডিসেম্বর কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছিল। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে প্রত্যাহার করে জীবন বীমা কর্পোরেশনের মহাব্যবস্থাপক (উপসচিব) নিয়োগ দেওয়া হয়েছিল। এখন তাদের সেই নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

আরএমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।