মালিবাগে রেলের জমিতে থাকা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫
ছবি- সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে মালিবাগে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (৬ জানুয়ারি) রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ এ অভিযানের নেতৃত্বে দেন। রেলপথ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানে পাকা, সেমিপাকা ও কাঁচা সব মিলিয়ে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে অবৈধ দখলে থাকা বাংলাদেশ রেলওয়ের প্রায় ১.২ একর জমি দখলমুক্ত হয়েছে।

আরও পড়ুন:

স্থাপনা উচ্ছেদের সঙ্গে সঙ্গে এক্সক্যাভেটর দিয়ে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এসব জমিতে দখলদাররা সহজেই পুনরায় যাতে স্থাপনা নির্মাণ করতে না পারে।

বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা ১০ ডিসেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত ৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। ১১ ডিসেম্বর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে দখলে থাকা জমি উদ্ধার করে।

সোমবার মালিবাগে অভিযান দিয়ে রাজধানী ঢাকায় এ উচ্ছেদ শুরু হলো। ঢাকাসহ সারাদেশে দখলে থাকা রেলের সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

এনএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।