নতুন বছরে বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৬ জানুয়ারি ২০২৫
 
নতুন বছর উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের জন্য টিকিটে বিশেষ মূল্যছাড় দিচ্ছে। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট ক্রয়ে পাচ্ছেন ১০ শতাংশ মূল্যছাড়। 

রোববার (৫ জানুয়ারি) বিমানের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বছর উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের জন্য টিকিটে বিশেষ মূল্যছাড় দিচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট www.biman-airlines.com ও মোবাইল অ্যাপস থেকে টিকিট ক্রয়ের সময় প্রমোকোড FLYBG2025 ব্যবহার করলে বিমানের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তাই দেরি না করে এখনই আপনার
কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিটটি সংগ্রহ ও নতুন বছরের বিশেষ অফার নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
  
এমএমএ/জেএইচ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।