জুলাই অভ্যুত্থান

শহীদ পরিবারকে সঞ্চয়পত্র কেনায় ছাড় দিলো এনবিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৮ এএম, ০৬ জানুয়ারি ২০২৫

জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার যে সরকারি সহায়তা পেয়েছে বা পাচ্ছে তা দিয়ে সঞ্চয়পত্র কিনলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) দিতে হবে না।

রোববার (৫ জানুয়ারি) দ্বিতীয় সচিব (কর আইন-১), কর-নীতি উইং এইচ এম শাহরিয়ার হাসান সই করা আদেশ জারি করা হয়েছে। আয়কর আইনানুযায়ী, পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ বা পিএসআর দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

এইচ এম শাহরিয়ার হাসান সই করা আদেশে বলা হয়েছে, এনবিআর আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪ এর উপ-ধারা (৪) ক্ষমতাবলে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের ৮২৬ জন সদস্যকে সরকারি সহায়তা বাবদ দেওয়া অর্থ দ্বারা সঞ্চয়পত্র কিনলে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক (পিএসআর) উপস্থাপন হতে অব্যাহতি দিলো।

এর আগে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে প্রতিষ্ঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এর সব ধরনের ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর।

এসএম/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।