ভাটারায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

রাজধানীর ভাটারায় হামিদ প্লাজার একটি বাসা থেকে মো. ইসমাইল সরকার নাঈম (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকালের দিকে পুলিশ ওই কিশোরের মরদেহ উদ্ধার করে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ভাটারার পশ্চিম নূরের চালা এলাকার একটি বাসা থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি নিহত ওই কিশোর এবার নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। তবে পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার বাবা-মায়ের বকাঝকার জেরে কিশোর নাইম আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কাজী আল-আমিন/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।