মোবাইল ছিনিয়ে নিয়ে যাচ্ছিল ছিনতাইকারী, দৌড়ে ধরলো স্থানীয়রা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫
গ্রেফতার দুই ছিনতাইকারী

রাজধানীর মিরপুর-১১ বাসস্ট্যান্ড এলাকা থেকে এক ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এসময় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দেয়। পরে গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মো. শুভ ওরফে সোলায়মান (২৯) ও মো. রুবেল (৩২) নামে এ চক্রের আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, জনৈক বদরুদ্দোজা গত ২০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর-১১ এর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা নেওয়া শেষে ইসলামি ফার্মার সামনে পৌঁছালে কয়েকজন দুষ্কৃতকারী তার কাছ থেকে একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় তিনি দুইজনকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় বাদী মো. বদরুদ্দোজার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় একটি মামলা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুইজন পুলিশকে জানায়, তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা এই মামলার ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

গ্রেফতার শুভ ওরফে সোলায়মান ও রুবেলের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন পল্লবী থানার এই পুলিশ কর্মকর্তা।

টিটি/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।