মেট্রোরেলের দরজায় আটকা যাত্রী, আধা ঘণ্টা বন্ধ ছিল চলাচল  

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫

ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল আজ রোববার (৫ জানুয়ারি) সকালে প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল। কারণ হিসেবে জানা গেলো, ৯ নম্বর ট্রেনের দুই দরজার মাঝে এক যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে।
 
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, রোববার সকাল পৌনে ১০টার দিকে শেওড়াপাড়া স্টেশনে ৯ নম্বর ট্রেনের দুই দরজার মাঝে এক যাত্রী আটকা পড়েন। এতে অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। এজন্য বাকি সবকটি ট্রেন বিলম্ব হয়। পরে টেকনিক্যাল টিম সমস্যাটি সমাধান করলে সকাল ১০টা ১৩ মিনিটে ট্রেন সার্ভিস চালু হয়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা।

আরও পড়ুন

৩৭ দিন পর মেট্রোরেল চলাচল শুরু
 
মেট্রোতে আটকা পড়া যাত্রীরা ভোগান্তির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
 
সকাল ১০টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন মো. ইয়াসিন। তিনি লিখেন, ২০ মিনিট ধরে পল্লবী মেট্রো স্টেশনে আটকে আছি। আগের ট্রেনে নাকি সমস্যা হয়েছে, তাই এই ট্রেন ছাড়ছে না। এদিকে, অফিসে প্রবেশের সময় পার হয়ে যাচ্ছে।
 
এ ঘটনায় যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এমএমএ/এসএনআর
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।